কালের খবর ডেস্ক :

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহবায়ক আলহাজ্ব গিয়াসউদ্দিন সদস্য সচিব গোলাম ফারুক খোকন কে করা হয়েছে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৯ সদস্যের এ কমিটি গতকাল বিকালে অনুমোদন দেয়া হয়। কমিটি অনুমোদন নারায়ণগঞ্জকে আরো শক্তিশালী অবস্থানে বিএনপির নেতৃত্ব থাকবে বলে আশা করছেন রাজনৈতিক পর্বেক্ষক মহল। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন ১ম যুগ্ম আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল হোসেন।