শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
কালের খবর : দেশের বিভিন্ন বিচারিক আদালতে ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশে অনুমোদন দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।
বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতির সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই অনুমোদন দেওয়া হয়।
প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মত এজলাসে ওঠা ও সতর্কতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে বলেছেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ফুলকোর্ট সভার আহ্বান করেছিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সভাপতিত্বে এটিই ফুলকোর্টের প্রথম সভা।