সেনহাটী বাজারস্থ মহা শ্মশান ঘাট নদীর পানির চাপে ভেঙ্গে যাওয়ার উপক্রম হলে সেনহাটী হিন্দু সমাজ কল্যান পরিষদ এর সাধারণ সম্পাদক শিপুল দাস দিঘলিয়া উপজেলার পানি উন্নয়ন বোর্ডের এমপি মহোদয় এর প্রতিনিধি ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেককে বিষয়টি জানালে তিনি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে অবিহিত করেন ।
এমপি মহোদয় তাৎক্ষণিক খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (প্রধান প্রকৌশলীর দপ্তর ) মোঃ সাইদুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন ।
এরই প্রেক্ষিতে গতকাল সকালে জিও ব্যাগের মধ্যে বালু ভরে ভাঙ্গন এলাকায় ফেলে ভাঙ্গন রোধ করা হয় ।
হিন্দু পরিষদের নেতৃবিন্দ মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে ধন্যবাদ জানান দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য ।
উল্লেখ্য এই মহা শ্মশানে সেনহাটী ইউনিয়নের বড় অংশ ও দিঘলিয়া ইউনিয়ন এর বেশকিছু এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্ন করা হয় ।
এটা ভেংঙ্গে গেলে এই অন্চলের উক্ত সম্প্রদায়ের লোকজনের চরম ভোগান্তির মধ্যে পরতে হতো ।
এসম উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের দিঘলিয়া উপজেলার এমপি মহোদয় এর প্রতিনিধি ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃহাবিবুর রহমান তারেক ।
সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান , উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম , উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক খান আবু সাইদ , উপজেলা যুবলীগের সহ সম্পাদক শেখ সাইদুর রহমান , সেনহাটী হিন্দু সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা বাবু দিপক , মুস্তাফি ,উপদেষ্টা উত্তম স্বর্ণকার গ, সভাপতি বাবু রমেশ চন্দ্র দাস , সহ-সভাপতি প্রদীপ দে , সাধারণ সম্পাদক শিপুল দাস , সাংবাদিক সালাহউদ্দিন বাবু , সাংবাদিক রানা মোল্লা , সহ হিন্দু পরিষদের নেতৃবিন্দ ।