বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর
দুইজন ছিনতাইকারীকে খুঁজছে পুলিশ

দুইজন ছিনতাইকারীকে খুঁজছে পুলিশ

কালের খবর প্রতিবেদক : উত্তরার ছিনতাই করতে গিয়ে মৃত্যুর ঘটনায় সন্দিগ্ধ দুইজন ছিনতাইকারীকে খুঁজছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানানো হয়, গত ১ ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০.২০ টায় বিকাশ ডিস্ট্রিবিউটর মোঃ আল-আমিন(২৫) ও তার পূর্ব পরিচিত শামীম হোসেন উত্তরা পশ্চিম থানার সেক্টর#৫ এর রোড#১/এ যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন।

ছিনতাইকারীরা আল-আমিনের কাছে থাকা ৮ লক্ষ ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ছিনতাইকারীদের একজন ছুরি দিয়ে তার উরুতে কোপ দেয় অপরজন তার বুকে ছুরির পোচ দেয়। তারা আল-আমিনের কাছে থাকা টাকা নিয়ে একটি অজ্ঞাতনামা প্রাইভেট কারে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত আল-আমিনকে শামীম ও স্থানীয় লোকজন নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আল-আমিনকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি, ২০১৮ উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার নম্বর ০৩(০২)১৮।

মামলাটি তদন্তকালে বাদীর এজাহারে উল্লেখিত সময়ের সাথে মিল রেখে অত্র এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করে অজ্ঞাতনামা দুই জন ছিনতাইকারী ও তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি দেখা গিয়াছে। ছিনতাইকারীদের প্রকৃত নাম-ঠিকানা ও পরিচয় উদঘাটনের লক্ষ্যে সিসি ক্যামেরা হতে ছবি প্রকাশ করা হলো।
যদি কোন সহৃয়বান ব্যক্তি তাদের (ছবিতে প্রদর্শিত) কে সনাক্ত করতে পারেন বা চিনে থাকেন তাহলে নিকটস্থ থানা, ওসি উত্তরা পশ্চিম(01769-058065) বা ডিএমপি মিডিয়া (01713-398757) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com