বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
মুরাদনগরে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আক্তার হোসেন ভুইয়া, মুরাদনগর, কালের খবর
‘পথ চলতে আঠারো যায় না থেমে’ এ শ্লোগাণকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নতুন ধারার দৈনিক আমাদের সময়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে এক জমকালো আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক মানব জমিনের আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের নতুন সময়ের এন এ মুরাদ, দৈনিক ভোরের কাগজের শামীম আহম্মেদ, দৈনিক ঢাকা প্রতিদিনের ফয়জুল ইসলাম ফয়সাল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক জনতার জাকির হোসেন, দৈনিক কালের খবর আক্তার হোসেন ভুইয়া, দৈনিক গণমুক্তির আলমগীর হোসেন, দৈনিক সংগ্রামের আবু ইউসুফ, রুহুল আমিন, হেলাল সরকার, মুন্সী মহসীন উদ্দিন আহম্মেদ, সাইজুজ্জামান ভুইয়া, জাহিদুল হকসহ সমাজের বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, দৈনিক আমাদের সময় বরাবরই জনবান্ধব সংবাদ প্রকাশে মিডিয়া জগতে একধাপ এগিয়ে রয়েছে। পত্রিকাটি আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও মানুষের পক্ষে কথা বলবে বলে বিশ্বাস করি।
সংক্ষিপ্ত আলোচনার পর দৈনিক আমাদের সময়ের ১৮ বছর পূর্তির কেক কাটা হয়।