মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর
যশোর সদরে ইউপি নির্বাচন ৫ জানুয়ারি। কালের খবর

যশোর সদরে ইউপি নির্বাচন ৫ জানুয়ারি। কালের খবর

আবেদ হোসাইন, যশোর সিটি প্রতিনিধি, কালের খবর :  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭০৭ ইউপির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ তফসিলে যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তফসিল অনুযায়ী এখানে ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।
৯০-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার  নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, ৭০৭ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
সূত্র জানায়, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে  ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ভোট হয়েছে। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি হচ্ছে, হৈবৎপুর, লেবুতলা, ইছালী, নওয়াপাড়া, উপশহর, চুড়ামনকাটি, দেয়াড়া, আরবপুর, চাঁচড়া, রামনগর, কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া। এরমধ্যে নওয়াপাড়া ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দু’ দফায় ৩শ’৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮শ’৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে এক হাজার এবং চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮শ’৪০টি  ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সর্বশেষ, ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দলীয় প্রতীকে নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই বছরের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন।
এদিকে, পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণার পর যশোরের ২৪ টি ইউনিয়নে নির্বাচনী পালে হাওয়া লেগেছে। শনিবার বিকেল থেকেই সর্বত্র নির্বাচন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রথমবারের মতো যারা বিভিন্ন পদে প্রার্থী হতে চাচ্ছেন তারা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলা শুরু করেছেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন জোরেসোরে। আর যারা দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন তারা ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com