বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর
বিএফইউজে সভাপতিকে হেনস্তায় সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা। কালের খবর

বিএফইউজে সভাপতিকে হেনস্তায় সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা। কালের খবর

ফেনীর সোনাগাজীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ পুলিশি হেনস্তার শিকার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা এ ঘটনাকে গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে উল্লেখ করেছেন।

আজ বুধবার বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি মোদাব্বের হোসেন ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ মঙ্গলবার সোনাগাজীতে এক বোনের বাড়িতে যান। সেখানে তার আরো কয়েকজন বোন পরিবার নিয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে সেই বাড়িতে পুলিশ হানা দিয়ে সাংবাদিক নেতা আবদুল্লাহসহ কয়েকজনকে থানায় নিয়ে যান। এ সময় এম আবদুল্লাহ নিজের পরিচয় দিলেও পুলিশ কর্ণপাত করেনি। প্রায় ছয় ঘণ্টা থানায় আটকে রেখে মধ্যরাতে এম আবদুল্লাহ ও তার এক বোনকে ছেড়ে দেয় পুলিশ।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর ছিলেন। বর্তমানে দেশনিউজ ডট নেট-এর সম্পাদক। তাকে হেনস্তার বিষয়টি হাল্কা করে দেখার অবকাশ নেই। এ ঘটনায় স্পষ্ট হয়েছে যে, পারিবারিক অনুষ্ঠানও এখন আর নিরাপদ নয়। এর মাধ্যমে দেশে ব্যক্তি ও বাক-স্বাধীনতা কোন পর্যায়ে রয়েছে, তা সহজেই অনুমেয়। বিবৃতিতে অনতিবিলম্বে সাংবাদিক নেতাকে হেনস্তার ঘটনার সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com