সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর
সখীপুরে রাস্তার বেহালদশা চরম দুর্ভোগে এলাকাবসী। কালের খবর

সখীপুরে রাস্তার বেহালদশা চরম দুর্ভোগে এলাকাবসী। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজার হতে ভালুকা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার অাড়াইপাড়া বাজারের মাঝখানের কয়েকটি স্থানে খানা- খন্দে ভরা।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়ির সংলগ্ন পাকা রাস্তার কয়েকটি অংশে খোয়া, বালি বিটুমিন উঠে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা, সবজি ব্যবসায়ী সানোয়ার হোসেন ভূইয়া বলেন, আশপাশের কয়েক গ্রামের গুরুত্বপূর্ণ বাজার কচুয়া যেতে দিগুণ ভাড়া গুণতে হয়।অনেক সময় পরিবহন সংকটে যথাসময়ে কাঁচা তরকারি বাজারে নিতে না পারায় কৃষক লোকসানের মুখে পড়ে।
এ রাস্তার নিয়মিত( সি এন জি) চালক আনোয়ার হোসেন জানান,সখিপুর ভায়া সিডস্টোর রাস্তাটি কয়েক বছর যাবৎ চলাচলের অনুপোযোগী থাকায় এ রাস্তার চাপ একটু বেশি।কয়েকদিন টানা বৃষ্টির কারনে বিভিন্ন অংশে পানি জমে ছোট-বড় অনেক গর্ত হয়েছে। অনেক সময় মালবাহী গাড়ি গর্ত অাটকে থাকে ঘন্টার পর ঘন্টা। রাস্তার দূ-পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এবিষয়ে কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এস এম কামরুল হাসান বলেন, রাস্তার সন্নিকটে দুপাশে বাড়ির থাকায় ড্রেনেজ ব্যবস্থা সুযোগ নেই। পানি নিষ্কাশন না হওয়া কয়েকবার ইটের আধলা দিয়ে ভরাট করার পরও রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। গতকালই রাস্তার গর্তগুলো ভরাট করে যানচলাচলের উপযোগী করা হয়েছে। তিনি আরও বলেন,যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধান করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com