শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
কালের খবর : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণার পর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল এলাকায় সড়কের পাশে থাকা একটি এসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকাল পেট্রোল পাম্পের ধারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল সড়কের পাশে রাখা একে ট্রাভেলসের একটি এসি বাসে সন্ধ্যায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার জানান, সন্ধ্যার সময় ত্রাস সৃষ্টির জন্য বাঁকাল এলাকায় একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জড়িতদের শনাক্তকরণে পুলিশ অভিযান শুরু করেছে।