শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
বোয়ালমারী ( ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৫০০ অটো ভ্যানচালকদের মাঝে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
সারাদেশে মহামারি করোনাকালীন সময়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে।
শুক্রবার ১৬ জুলাই সকাল ১১টায় পৌরসভা চত্বরে পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পৌরসদরের চৌরাস্তায় অবস্থিত ‘আনোয়ারা মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা আফতাব আহমেদের অর্থায়নে পৌরসভার পাঁচশত ভ্যানচালকদের মাঝে চাল, ডাল,তৈল, চিনি, আলু, পেঁয়াজ, রসুন ও সেমাই প্রদান হয়।
ঈদ সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ্ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো, মোশাররফ হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মো, আব্দুল মোমিন খান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব মিয়া,৩ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জমির আলী,৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ খান, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মুর্তজা তমাল প্রমুখ।