সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর
বাঘারপাড়ায় কয়েক দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও বাড়ি ঘর। কালের খবর

বাঘারপাড়ায় কয়েক দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও বাড়ি ঘর। কালের খবর

সাঈদ ইবনে হানিফ, (বাঘারপাড়া) যশোর,  কালের খবর : গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে যশোরের বাঘারপাড়ার মাঠঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ও আধাপাকা ঘর বাড়ি, পানিবন্দি হয়ে জীবন কাটাচ্ছে বেশ কয়েকটি পরিবার। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কৃষকের ফসলের মাঠ। খোঁজ খবর নিয়ে জানা যায়, যাশোরের বাঘারপাড়া সহ আশপাশ অঞ্চলে গত এক সপ্তাহ যাবত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ফসলের মাঠ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে সবজি জাতীয় ফসলের। এমন অবস্থায় কৃষকরা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। কথা হয়, উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামের বেগুন চাষি শুকুর আলীর সাথে, তিনি বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে তার বেগুন ক্ষেতে ২/৩ ফুট পানি জমে গেছে। অনেক ধার দেনা করে তিনি ২৫ শতক জমিতে বেগুন চাষ করে ছিলেন, গাছে বেগুন ও ধরে ছিলো ভালো কিন্তু অতি বৃষ্টি তার সব আশা কেড়ে নিলো। শুকুর আলীর মত বেগুন চাষী বাগডাংগা গ্রামের ইকবাল হোসেন, ঘোষনগর গ্রামের টমেটো চাষী ছোট্ট দেবনাথ, এরশাদ আলী, ইনছার আলী সহ অনেকেই ক্ষতি গ্রস্ত হয়েছে। অন্যদিকে নদী খননের কারণে নদীর পানি নিষ্কাশনের মুখ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা কিছুটা স্থায়ী রূপ নিয়েছে, ফলে পানিবন্দি হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। সরেজমিনে দেখা যায়, উপজেলার ঘোষনগর গ্রামের খোকন ঠাকুরের মাটির দেওয়ালের ঘরটি ধসে পড়েছে। তার উঠানে এখনো ৪/৫ ফুট পানি, তিনি এখন গৃহহীন হয়ে পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। প্রতিবেশীরা বলেন, ঠাকুর বাড়ির ৫ টি পরিবার গত এক সপ্তাহ ধরে পানি বন্দী জীবন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, যদিও এমন অবস্থা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্ট কারণে তৈরি হয়েছে তবু্ও ক্ষতিগ্রস্ত মানুষের নিয়মিত খোজখবর নেওয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com