শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া পশ্চিম পাড়া গ্রামের শহিদুর রহমানের বাড়ির কাছে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।মামলার বিবরণ সূত্রে জানা যায়,শহিদুর রহমানের বাড়ির পূর্ব পাশে কাঠাঁল গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।সখীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে।
ঐ আনুমানিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, পরনে চেক
লুঙ্গি এবং লুঙ্গির ভিতরে একটি সাদা শার্ট ছিল।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল হক ভূইয়া বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা
হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।