মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদনে সাংবাদিক অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর
সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। কালের খবর

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। কালের খবর

মোঃ হাবিবুর রহমান সবুজ, শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি, কালের খবর :

গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, সাংবাদিক আবু বক্করের উপর হামলার প্রতিবাদে, আজ শ্রীপুরের মাওনা চৌরাস্তায়, ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পাশে, এক মানববন্ধন আয়োজন করে শ্রীপুর সাংবাদিক কল্যান সংস্থা। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মাহফুজুর রহমান ইকবাল, সঞ্চালন করেন, শ্রীপুর সাংবাদিক কল্যান সংস্থার সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান,
এতে বক্তব্য রাখেন শ্রীপুর ও গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংস্থার ও ফোরামের নেতৃবৃন্দ। এশিয়ান টিভির সাংবাদিক আবু বক্করের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই হামলার সাথে যারা জড়িত, এবং এই হামলার পিছনে যারা জড়িত তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। সাংবাদিকরা কারোই প্রতিপক্ষ নয়। সাংবাদিকদের লেখনীর মধ্যে দিয়ে সমাজের নানান ধরনের অসংগতি উঠে আসে। সত্যকে তুলে ধরলে, লেখাটি কারো বিপক্ষে যেতেই পারে। এই সত্য তুলে ধরার জন্য, সাংবাদিক সমাজের উপর হামলা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সাংবাদিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। মানববন্ধনে অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক আবদুল মালেক, সাংবাদিক সিহাব খান, সময় সংবাদের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান সবুজ ঢালী, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক উজ্জ্বল আহমেদ, সাংবাদিক রানা খান, রমজান আলী, সাংবাদিক সোহাগ রানা, সহ শ্রীপুর ও গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংস্থার, ইলেক্ট্রিক, প্রিন্ট, ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।
সংবাদ প্রকাশ করার জেড়ে, সাংবাদিক আবু বক্করের উপর হামলা করে তার হাত ও পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com