সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর
সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক পদে কাজল হাজরা পুনঃনির্বাচিত। কালের খবর

সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক পদে কাজল হাজরা পুনঃনির্বাচিত। কালের খবর

কালের খবর রির্পোট :

বিপুল উৎসাহ উদ্দিপনার মাঝে ২৮শে ডিসেম্বর সোমবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত সদস্যদের ভোট গ্রহণের মাধ্যমে
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন-২০-২২ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার স্বপন দাস গুপ্ত সহ কাজী হান্নান হোসাইন এবং হাসান হাফিজ এর তত্তবধায়নে
তালিকাভুক্ত ১৮১ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোটার ৩২ জন্য প্রার্থী হতে কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদে ভোট প্রদান করেন। যার মধ্যে ১৭২টি বৈধ এবং ২ টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়।

২০-২২ সালের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতিঃ গোলাম মোস্তফা-(প্রাপ্ত ভোট-১২০)
সহ-সভাপতিঃ২জন -নাসিম সিকদার (প্রাপ্ত ১ভোট-১০১), [আনিছুর রহমান(প্রাপ্ত ভোট-৫৯) এবং ইয়াসিন বাবুল(প্রাপ্ত ভোট- ৫৯)উভয়ের সমান ভোট পেয়ে আপাতত বিজয়ী],
সাধারণ সম্পাদকঃ কাজল হাজরা(প্রাপ্ত ভোট-১৩৩)
যুগ্ন-সম্পাদকঃ২জন- জীবন আমীর(প্রাপ্ত ভোট-১২৯),শেখ হাসান(প্রাপ্ত ভোট-৭৫)
সাংগঠনিক সম্পাদকঃ ইন্দ্রজিৎ কুমার ঘোষ(প্রাপ্ত ভোট-১১২)।
অর্থ সম্পাদকঃ মঈন উদ্দিন আহমেদ(প্রাপ্ত ভোট-১১৪) ,
দপ্তর সম্পাদকঃ আব্দুল আজিজ ফারুকী(প্রাপ্ত ভোট-১০৫)।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোবারক হোসেন(প্রাপ্ত ভোট-১১১)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃরফিক উদ্দিন এনায়েত(প্রাপ্ত ভোট-৬৭)।
নির্বাহী সদস্যঃ৪জন-আব্দুল্লাহ আল মমীন(প্রাপ্ত ভোট-৬৪),জাহিদুল ইসলাম সজল(প্রাপ্ত ভোট-৭৩),জাহিদুল ইসলাম(প্রাপ্ত ভোট-৭৯),মোঃ হারুন-অর-রশিদ প্রাপ্ত ভোট-৭৫), ।

নির্বাচনে বিজয়ী হতে পারেননি যারা-

সভাপতিঃ শফিউদ্দিন আহমেদ বিটু (প্রাপ্ত ভোট-৫২)
সহ-সভাপতিঃ মোহাম্মদ আলী হোসেন মিন্টু (প্রাপ্ত ভোট-৪৭)।
সাধারণ সম্পাদকঃ
কাজী বোরহান উদ্দিন(প্রাপ্ত ভোট-৩৮)
যুগ্ন-সম্পাদকঃ বাবুল তালুকদার(প্রাপ্ত ভোট-৭৩) ।
সাংগঠনিক সম্পাদকঃ মতিউর সেন্টু(প্রাপ্ত ভোট-৫৭)।
অর্থ সম্পাদকঃ মোঃ সোহেল রেজা (প্রাপ্ত ভোট-৫১)।
দপ্তর সম্পাদকঃ এস এ মাসুম(প্রাপ্ত ভোট-৬১)।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ মাসুম পারভেজ মিলন( প্রাপ্ত ভোট-৫৫)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ খোকন সিকদার(প্রাপ্ত ভোট-৫৭),মঈন খন্দকার(প্রাপ্ত ভোট-৪৪) ।
নির্বাহী সদস্যঃ মোঃ আরিফুল ইসলাম(প্রাপ্ত ভোট-৪৪), মোঃ রফিকুল ইসলাম( প্রাপ্ত ভোট- ৬৩),মোঃ সৌরভ লস্কর(প্রাপ্ত ভোট-৬১) , মশিউর রহমান(প্রাপ্ত ভোট-৪৭),শেখ সোহেল সায়াদ আহমেদ ( প্রাপ্ত ভোট- ৪১ ।

[উল্লেখ্য পূর্বে কার্যনির্বাহী কমিটির ২১ টি পদের ১০ টি ছিলো সদস্য পদ। যা বর্তমানে ৪টি করা হয়েছে।]

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com