শেখ মো:সোহল রানা লৌহজং উপজেলা জেলা প্রতিনিধি, কালের খবর : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে জেলা নৌযান শ্রমিক লীগ ১৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল ১১টার সময় লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মুন্সীগঞ্জ জেলা নৌযান শ্রমিকলীগের সভাপতি আবুল হাসেম খানের নেতৃত্বে জেলার সকল পণ্যবাহী নৌযানের কর্মবিরতি পালনসহ বিক্ষোভ ও মিছিল করেন। এ সময় নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের আহবানে খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করেন নৌযান শ্রমিক লীগের কর্মীরা। জেলা নৌযান শ্রমিক লীগের সভাপতি আবুল হাশেম খান জানান, শ্রমিকদের দাবি-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত পণ্যবাহী নৌযানের ধর্মঘট চলবে।এছাড়া দুর্গাপূজার পরে দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাত্রীবাহী নৌযানও ধর্মঘটের আওতায় আনা হবে। তিনি আরও জানান বাল্কহেডসহ সব নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ এবং বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১৫ দফা দাবি আদায়ে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি তথা ধর্ঘঘটের দিয়েছে আটটি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। অন্যদিকে, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, মাসিক খাদ্য ভাতা প্রদানসহ ১৫ দফা দাবি পূরণে সোমবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য’ পরিষদ। এ সময় বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জুয়েল শিকদার বাবু, জেলা সম্পাদক জহির ফকির, সাংগঠনিক সম্পাদক শিপন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ খালাসী প্রমুখ। এ সময় মিছিলকারীরা শিমুলিয়া ঘাটের সিবোট ঘাট ও লঞ্চঘাটে স্লোগানসহ বিক্ষোভ করেছেন।