রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
পুলিশ সুপার শামসুন্নাহার
সূর্যের আলোতে কিংবা ঝর্না ধারার, দুইয়েতে লুকিয়ে রয়েছে অধিক পাওয়ার।
নাম খানা তার শামসুন্নাহার, চাঁদপুরের পুলিশ সুপার।
আপনাকে সবাই চাঁদপুরে জানাই সু-স্বাগতম,অভিনন্দন।
আপনার রীতি-নীতি আচার-আচরন মুগ্ধ কেরেছে তবে চাঁদপুর বাসীর মন, মাদকের আড্ডা, মদের ঘাটি বাল্য বিবাহ রোধে নেই আপনার ত্রুটি।
যখন-তখন যেখানে-সেখানে অভিযোগ পেলেই ছুটেন নিজ কর্তব্যে।
নারী নির্যাতন, নিপীড়ন, অপমান, অপহরন কিংবা বাল্য বিবাহ রোধ করিতে খুবই কঠিন-পুলিশ প্রশাসন।
এই মূহুর্তে চাঁদপুর বাসী পুলিশ প্রশাসন নিয়ে গর্ববোধ করি,
অপরাধীগন আপনার ভয়ে কম্পিত হয়ে বিলেত গমন।
মনে মনে বলি যদি সারা বাংলায়, পুলিশ প্রশাসন হইতো এমন !
তবে নিঃভয়ে নিঃবিগ্নে দিন কাটাতো বাংলার জনগন।
চাঁদপুর জেলার অসংখ্য পুলিশি অভিযোগ আপনার-উদ্দেগ্যে হয়েছে ক্লোজ।
এর অবদান শুধুই আপনার, পুলিশ সুপার শামসুন্নাহার।
আপনার দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করতে বিন্দু মাত্র করেননি কারপর্ন ।
তাইতো মোরা চাঁদপুর বাসী আপনার গলায় পড়াইবো জয় মাল্য।
আপনার স্মৃতিময় কৃত্তিপূর্ন কর্মকান্ড চাঁদপুর বাসীর হৃদয়ে রয়ে যাবে চির অক্ষুণ্ণ।
তাই পুলিশ সুপার শামসুন্নাহার আপনাকে জানাই স্বশস্র সালাম।
আপনি অন্যায়কে প্রশ্রয় দেননা, ঘুষ ও নেননা, যদি কেউ দেয়, কিংবা নেয় তাকে ও রেহাই দেননা, এই কথাটি চাঁদপুর বাসির সবাইর জানা।
আপনি অসহায় মানুষের অশ্রু মুঁছতে ভুলেননা, তাই বলি মহা মানবী পুলিশ সুপার-শামসুন্নাহার
চাঁদপুর বাসীর পক্ষে জানাই শ্রদ্ধা আমার।
মোঃআলী আক্কাস তালুকদার
লেখক, কবি ও সাংবাদিক