সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, কালের খবর :
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও দুজন অতিরিক্ত সচিবকে বদলির পর এবার আরও একজন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। যিনি কোভিড -১৯ এর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত মিডিয়া সেলের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খানকে বদলি করে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে ৪ জুন করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়। পরে অবশ্য তাঁকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হন ভূমি সংস্কার বোর্ডের বিদায়ী চেয়ারম্যান মো. আবদুল মান্নান।
সচিবকে বদলির কয়েক দিন পর স্বাস্থ্য সেবা বিভাগের হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে এবং ওষুধ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়।