রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
‘জিনের বাদশা’ গ্রেফতার

‘জিনের বাদশা’ গ্রেফতার

কালের খবর: ‘জিনের বাদশা’ পরিচয়ধারী প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম। গ্রেফতারকৃত জিনের বাদশার নাম মোঃ আজাদ (২৮) ।

সিটিটিসি সূত্রে জানা যায়, প্রথমে এই চক্রের অন্যতম হোতা মোঃ আজাদ ও তার সহযোগীরা মোবাইল এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ‘জিনের বাদশা’, বড় বড় ‘অলি-আউলিয়া’, ‘আওলাদ’ পরিচয় দিয়ে পরিচিত হয় । এরপর মিষ্টি মধুর ভাষায় কথা বলে এবং নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। পরে বিশ্বাস অর্জন করতে সক্ষম হলে বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়াসহ পরিবারিক সুখ শান্তি অর্জন এবং অর্থনৈতিকভাবে আরও স্বচ্ছলতার অধিকারী করে দেয়া হবে বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করে। এতে কেউ এই চক্রের ফাঁদে পা দিলে কাজ করে দেয়ার বিনিময়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এই চক্রের সদস্যরা নামে-বেনামে অসংখ্য সিম সংগ্রহ করে এবং সেই সিমগুলো দিয়ে নামে-বেনামে বিকাশ একাউন্ট খুলে টাকা হাতিয়ে নেয়।

গ্রেফতারকৃত জিনের বাদশার চক্র গত চার-পাঁচ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ০১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মোঃ আজাদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা মোবাইল ফোনে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে সরল মনা মানুষকে বিভ্রান্ত করে বিকাশের মাধ্যমে সুকৌশলে টাকা হাতিয়ে নেয়।

‘জিনের বাদশা’ নামে প্রতারক চক্রটিকে ধরতে মাঠে নামে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম । বেশ কয়েকদিন ধরে পরিচালিত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম উক্ত জিনের বাদশার অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় ।

সন্ধান পাওয়ার পর ২৪ জানুয়ারি বুধবার ঢাকা জেলার কেরানীগঞ্জের ঘাটারচর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন ও ০২ (দুই) টি সিম কার্ড জব্দ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com