শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ), প্রতিনিধি, কালের খবর : ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দু’টি ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছে। দুপুর ১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স সাজিদ ব্রিকস ও খাজা ব্রিকস নামে দু’টি ইটভাটায় এ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আহমেদ সাজ্জাত সাব্বির খাজা ব্রিকসের মালিক ও সাজিত ব্রিকসের মালিককে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে তাদের কে জরিমানা করা হয় । এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.নয়ন মিয়া,সিরাজদিখান থানার এসআই তন্মময় মন্ডল ,শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ।