মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
নবীনগরে জনতার মঞ্চ ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরন।কালের খবর

নবীনগরে জনতার মঞ্চ ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরন।কালের খবর

মো. শহিদুল্লাহঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দক্ষিণ কাইতলা গ্রামে জনতার মঞ্চ ফাউন্ডেশন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (০৯-০১-২০২০) সকাল আটটায় কাইতলা গ্রামের দক্ষিণ পূর্ব পাড়া ১নং ওয়ার্ডে হযরত হাসান আলী শাহ্ (রঃ) এর মাজার মাঠে এই শীতবস্ত্র প্রদান করা হয়।

উক্ত শীতবস্ত্র অনুষ্টানে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া, সাধরণ সম্পাদক, এড. গিয়াস উদ্দিন ভূঁইয়া, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে এমন মহৎ উদ্যোগের জন্য প্রতিষ্ঠাতা সভাপতি সহ সংগঠনের সাথে জড়িত সকলে নেতৃবৃন্দ এবং সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

মোঃ কামরুল হাছান উনার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষ হয়ে মানষের পাশে শীতার্তদের জন্য জনতার মঞ্চ ফাউন্ডেশন শীতবস্ত্র দিয়ে এক মানবতার পরিচয় দিয়েছেন।

এমন করে অসহায়দের পাশে সকল ধনী ব্যাক্তিদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।

সংগঠনের সাধারণ সম্পাদক এড. গিয়াস উদ্দিন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যনুযায়ী যতটুকু পারি শীতার্তদের পাশে শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে।

প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া উনি বক্তব্য দিতে হয়ে বলেন, ‘যতদিন বেঁচে থাকব স্বেচ্ছায় নিজের ইচ্ছায় আমাদের ‘জনতার মঞ্চ ফাউন্ডেশন’ থেকে অসহায় মানুষদের সহযোগিতার জন্য পাশে থাকব, ইনশাল্লাহ। শুধু শীতবস্ত্রই নয়, বিভিন্ন সমস্যা সমাধানের জন্যও আমরা পাশে থাকার চেষ্টা করব আমাদের সংগঠনের মাধ্যমে।’

প্রতিষ্ঠাতা আরো বলেন, এই মঞ্চ আমার একার নয়। এটা অসহায় সুবিধা বঞ্চিত সাধারন মানুষের মঞ্চ। আমাদের এই মঞ্চ অরাজনৈতিক সামাজিক সংগঠন। যদিও এই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি কিন্তু এর দাবীদার আমার সংগঠনের প্রত্যেক নেতাকর্মী। আমি মাত্র সংগঠনের একজন উদ্যোক্ততা। আমার সংগঠনের উপদেষ্টা, নেতৃবৃন্দরাই মূল চালিকা শক্তি। আমি ‌জনাতার মঞ্চ ফাউন্ডেশন’কে উপহার হিসিবে সবার মাঝে বিলিয়ে দিতে চাই। কারণ, এই মঞ্চ বা সংগঠনের কর্মকান্ডের মাধ্যমে যেন সামাজিক উন্নয়ন হয়, অসহায়দের সহায় হয়। বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে আমরাও যেন তাদের একজন হয়ে সহযোগিতা করতে পারি। তখনই আমার কষ্ট, আমার প্রচেষ্টা স্বার্থক হবে।

তিনি বলেন, আমাদের সংগঠনের যেসব সহযোদ্ধারা আমাকে অর্থনৈতিক সহযোগিতা করে সাপোর্ট করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি তিনি নতুন তরুন প্রজন্মদের এই রকম সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কাজ সহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সৈয়দ সানাউল হক শিবলী মিয়া।

কালের খবর/ বিবি/এম.এস

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com