রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
কালের খবর নিউজ:
আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের আমলে জেলাটিতে এটাই তার প্রথম সফর।রবিবার সকালে বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদান করবেন তিনি। এর পর বিকালে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের জনসভা থেকে যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন, কপোতাক্ষ নদ খনন প্রকল্পসহ ১৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। যশোর জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার।