বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর
ঈদের যাত্রায় ঝরলো আরও ৪ প্রাণ । কালের খবর

ঈদের যাত্রায় ঝরলো আরও ৪ প্রাণ । কালের খবর

কালের খবর রিপোর্ট : 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৮ জন।
আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন যাত্রীরা।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আতাউর রহমান শেখ (৩০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফজলুল শেখ (৪৫)।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন বলেন, গতকাল রাতে ঢাকা থেকে ঈদের যাত্রী নিয়ে জারিপ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি গাইবান্ধাই যাচ্ছিল। বাসটি ষোলমাইল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ২৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে দিনাজপুর থেকে আম ও লিচু নিয়ে ঢাকা যাচ্ছিল হিমাচল এন্টারপ্রাইজের একটি বাস। ষোলমাইল এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আটজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com