শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
কালের খবর রিপোর্ট :
রাজধানীর গুলিস্তান থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে কর্তৃপক্ষের বিরুদ্ধে ঝটিকা মিছিল করেছে হকাররা।
আজ রবিবার দুপুরে হকাররা উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এ মিছিল করেন।
গুলিস্তান আন্ডারপাসের সামনে থেকে বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ একদল হকার এ মিছিল শুরু করেন। এরপর তারা নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন।
হকারদের মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে উদ্দেশ করে বলেন, আমাদের পুনর্বাসন করে তার পর উচ্ছেদ করুন।