রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি, কালের খবর : গরীব, আসহায় ও সুবিধা বঞ্চিতদের সাহায্যার্থে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এইচ এ্যান্ড এম, ডিভাইডেডসহ অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (০৯ ডিসেম্বর ২০১৮) সকালে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম সংলগ্ন মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এর উদ্বোধন করেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দুস্থদের সহায়তার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন টিসিএম বাংলাদেশ ও টিসিএম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ বিক্রয় কার্যক্রম চলবে আগামী ১০ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন – কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, আইআইএস ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবদুল্লাহ আল মামুন, আইআইটির পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া ও রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক।