রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, কালের খবর : বাগেরহাটের শরণখোলায় এক মাদ্রাসা শিক্ষকের বসতবাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা। এ সময় ৩০ শে ডিসেম্বর (নির্বাচনের দিন) রাস্তায় বের না হতে শাসিয়ে যায় হামলাকারীরা। রোববার রাতে রাজেশ্বর গ্রামের বাসিন্দা ও কদমতলা মোহসিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন জানায়, তিনি রাতে বাড়িতে ছিলেন না। এ সময় তার স্ত্রী ও তার এক বোন ঘরের মধ্যে অবস্থান করছিল। দুর্বৃত্তরা বসতঘরের টিনের বেড়া পিটিয়ে ব্যাপক ক্ষতি করে এবং আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে যেন কেউ রাস্তায় বের না হওয়ার জন্য সর্তক করে দেয়।