শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, কালের খবর : বাগেরহাটের শরণখোলায় এক মাদ্রাসা শিক্ষকের বসতবাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা। এ সময় ৩০ শে ডিসেম্বর (নির্বাচনের দিন) রাস্তায় বের না হতে শাসিয়ে যায় হামলাকারীরা। রোববার রাতে রাজেশ্বর গ্রামের বাসিন্দা ও কদমতলা মোহসিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন জানায়, তিনি রাতে বাড়িতে ছিলেন না। এ সময় তার স্ত্রী ও তার এক বোন ঘরের মধ্যে অবস্থান করছিল। দুর্বৃত্তরা বসতঘরের টিনের বেড়া পিটিয়ে ব্যাপক ক্ষতি করে এবং আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে যেন কেউ রাস্তায় বের না হওয়ার জন্য সর্তক করে দেয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি