বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধি, কালের খবর : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার সকালে ১ হাজার ১৬২ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় চোরকারবারীরা। আটক ফেন্সিডিলের মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।