সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
নবীনগর ঘুরে এসে এম আই ফারুক আহমেদ, কালের খবর :
বি বাড়ীয়া-৫ আসনে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগ নেতা এবাদুল করিম বুলবুল । গতকাল রোববার সকালে তিনি টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন। তাঁকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
গত কাল আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকে নবীনগরে বিভিন্ন স্থানে এবাদুল করিম বুলবুলের অনুসারী নেতা–কর্মীরা মিষ্টি বিতরণ করেন। এবাদুল করিম বুলবুলের অনুসারী নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন সিদ্ধান্ত আসতে পারে, তা তাঁরা আগেই জানতেন। শুধু ঘোষণার অপেক্ষায় ছিলেন। তাঁরা বলেন, শেখ হাসিনার গোপন জরিপে সৎ রাজনীতিবিদ হিসেবে এবাদুল করিম বুলবুল মনোনয়ন পেয়েছেন।
নির্বাচনী এলাকার ব্যস্ততম ব্যবসায়িক কেন্দ্র নবীনগরের বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে কথা হয় কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে।
শ্যামগ্রামের বিখারী ফারুক বলেন, সাধারণ মানুষের সঙ্গে ভালো সম্পর্ক আছে এবাদুল করিম বুলবুলের। রসুল্লাবাদ গ্রামের জসিম উদ্দিন বলেন, এই আসনে এবাদুল করিম বুলবুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত ভালো হয়েছে। এতে উন্নয়ন হবে। ধরাভাংঙা গ্রামের শফিক মিয়া, শরিফ মিয়া, কবির হোসেন, ও মো.ফারুক বলেন, ‘আমরা কোনো সক্রিয় রাজনীতিতে নেই। তবু এবাদুল করিম বুলবুলকে চিনি। তিনি মানুষের খুব কাছে গিয়ে রাজনীতি করেন। হাসিমাখা চেহারার কারণে মানুষ তাঁকে আপন মনে করে। তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা আছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম কালের খবরকে বলেন,‘নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা বিভেদের ঊর্ধ্বে থেকে নৌকাকে বিজয়ী করতে এবাদুল করিম বুলবুলের পক্ষে মাঠে কাজ করব। তাঁর বিজয় নিশ্চিত করতে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই।’
২০১৪ সালের সংসদ নির্বাচনে এবাদুল করিম বুলবুল এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে তখন মনোনয়ন পান বর্তমান সাংসদ আওয়ামী লীগের ফয়জুর রহমান বাদল।