সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সম্পূর্ণ। কালের খবর “হাই কোর্টে রিট ” নড়াইল ২ আসনের সতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলাম। কালের খবর বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে ডেমরা থানা ছাত্রদলের মশাল মিছিল। কালের খবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র উৎসব ২০২৩-এর প্রস্তুতি সম্পন্ন। কালের খবর নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলাম। কালের খবর বিএফইউজে’র রিপোর্ট সাংবাদিক নিপীড়নের চিত্র : ১১ মাসে খুন, হামলা, মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার ২৯৬ সাংবাদিক। কালের খবর সরকারের চাপে পড়ে যে কজন হেভিওয়েট নেতা বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন। কালের খবর মানবতার সেবায় উদাহরণ হয়ে থাকবেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। কালের খবর সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে নৌকার মনোনয়ন পেলেন মোঃ চয়ন ইসলাম। কালের খবর আসন্ন সংসদ নির্বাচনে রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা। কালের খবর
পাবনায় চুরি হওয়া নবজাতককে আখক্ষেত থেকে উদ্ধার। কালের খবর

পাবনায় চুরি হওয়া নবজাতককে আখক্ষেত থেকে উদ্ধার। কালের খবর

 

পাবনা থেকে মো.নাজমুল হক, কালের খবর :
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

গতকাল লালপুর সড়কের বেনারসি পল্লীর কাছে ভুতের গাড়ি ইসলামপুর পাকা রাস্তা সংলগ্ন আখক্ষেত থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহ উদ্দিন ফারুকী জানান, দুপুরে জুমার নামাজ শেষে ইসলামপুর ভূতের বাড়ি বাজার এলাকার প্রাইভেটকার চালক আব্দুল কাদের সোহান (৩৫) লালপুর মহেশ্বর গ্রামে ভাইরার বাড়িতে যাওয়ার পথে রাস্তার পাশে আখ ক্ষেতে শিশুর কান্নার আওয়াজ শুনে, কাছে গিয়ে দেখে আখ খেতের ভেতরে একটি শিশু পড়ে আছে।

এ সময় তিনি স্থানীয় লোকজনের সহযোগিতায় আখক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধার করে গরুর দুধ গরম করে শিশুটিকে খাইয়ে সুস্থ করে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে এনে শিশুটির মা রোজিনা খাতুন এর কাছে তুলে দেন।

এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরীক্ষা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বলেন, শিশুটি সুস্থ আছে।

উল্লেখ্য, গত বুধবার বুধবার রাত আটটার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের রাশেদ আলীর স্ত্রী রোজিনা বেগম (৩১) একটি কন্যা সন্তান জন্ম দেন।

পরদিন সকালে অসুস্থতা বোধ করলে কন্যাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোজিনার পাশে থাকা পরিবারের সদস্য একটু কাজে বাইরে গেলে। দুর্বৃত্তরা কৌশলে কন্যা শিশুটিকে চুরি করে নিয়ে যায়।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com