রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
“পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে”-সাবেক এমপি শাহজাহান চৌধুরী। কালের খবর সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত। কালের খবর সীতাকুণ্ডে আওয়ামী ব্যবসায়ী নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মার্কেট ভাংচুরের অভিযোগ। কালের খবর নবীনগরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কালের খবর দুই হাজার নেতা কর্মী গণ সংবর্ধনা দিলো বিএনপি নেতা তজু মিয়াকে। কালের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি যেসব অপকর্মের হোতা ছিলেন। কালের খবর পরিস্থিতির স্বার্থে নাহিদের ‘বোন’ পরিচয় দিয়েছিলাম : ফাতিমা। কালের খবর কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে। কালের খবর ঘুমের মধ্যেই অভিনেত্রী মেঘলার মৃত্যু। কালের খবর আখাউড়ায় মসজিদ দখল করে মন্ত্রীর স্ত্রীর নামে নামকরণ। কালের খবর
সাইনবোর্ড প্রেস ক্লাব’র সাংবাদিকদের সাথে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ওসি’র মতবিনিময়। কালের খবর

সাইনবোর্ড প্রেস ক্লাব’র সাংবাদিকদের সাথে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ওসি’র মতবিনিময়। কালের খবর


এম আই ফারুক আহমেদ, কালের খবর : নারায়ণগঞ্জ জেলার  সিদ্ধিরগঞ্জ একটি  অপরাধ প্রবন এলাকা আমি শুনেছি, তবে সিদ্ধিরগঞ্জ থেকে কিভাবে অপরাধ নির্মূল করতে হবে তা আমার ভালো করেই জানা আছে। অনেক বড় বড় মামলা আমি পরিচালনা করে সফল হয়েছি। পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি সিদ্ধিরগঞ্জের সকল প্রকার   অপরাধ ও অনৈতিক কর্মকান্ডকে দমন করা সম্ভব।  এবং আমি যে কদিন সময় পাই           সিদ্ধিরগঞ্জের অনৈতিক কর্মকান্ড বন্ধসহ অপরাধীদের দমন করে ছাড়বোই। 

গত সোমবার রাতে সাইনবোর্ড প্রেস ক্লাব’র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন পারভেজ এসব কথা বলেন।

উল্লেখ্য, ” সাইনবোর্ড প্রেস ক্লাব ” ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা সমন্বয়ে ২০০৮ সালে একঝাক পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত। ” সাইনবোর্ড প্রেস ক্লাবটি ” এখন হাটি হাটি পা পা করে তারুন্যে অর্থাৎ ১২ বর্ষে পদারপন করায়,  ক্লাবটির উন্নয়ন কল্পে সবার সাথে দেখা ও পরামর্শ করা রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই  সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন পারভেজের সাথে গত কাল মতবিনিময় করা হলো।

উল্লেখিত, পাঁচ থানায় বসবাসরত ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মিডিয়া টেলিভিশন ও পত্রিকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন “সাইনবোর্ড প্রেস ক্লাব”  

এ সময় ওসি মীর শাহীন পারভেজ আরো বলেন, আমি যখন ঢাকা সাভার, আশুলিয়া থানায় কর্মরত ছিলাম তখন শ্রমিক আন্দোলন থেকে শুরু করে অনেক বড় বড় আন্দোলন সফলতার সাথে মোকাবেলা করেছি এবং রানা প্লাজার মালিক রানার মামলার তদন্ত কর্মকর্তা ছিলাম এবং তাকে আমি রিমান্ডে নিয়েছি। সেই তুলনায় সিদ্ধিরগঞ্জ ছোট একটি থানা। এখানকার যে কোনো পরিস্থিতির     সাথে মোকাবেলা করা সাধারন ব্যাপার মাত্র।

এ ছাড়া দূর্নীতি ও অপরাধ নির্মূল করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকাতে কোনো ধরনের অন্যায় মূলক ও অনৈতিক কর্মকান্ড আর করতে দেওয়া হবে না। আপনারা (সাংবাদিক ভাইয়েরা ) আমাকে একটু সহযোগিতা করবেন। 

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় যোগ দেন ওসি মীর শাহীন পারভেজ। এর আগে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ঢাকাসহ বিভিন্ন জেলায় সাহসীকতার সাথে বেশ সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। সিদ্ধিরগঞ্জ থানায় ওসি মীর শাহীন পারভেজের মতো দক্ষ, অভিজ্ঞ ও সাহসী পুলিশ অফিসার যোগদান করায় এলাকাবাসী এক প্রকার  স্বস্তির নি:শ্বাস ফেলছেন বলে অনেকে জানান।    

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com