বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজনীতিতে রাষ্ট্রপতি জিয়ার সততা ও দেশপ্রেম এক অনন্য দৃষ্টান্ত। কালের খবর শ্রীবরদী উপজেলা শ্রমিক দল উদ্যোগে সাবেক এমপি ডাঃসেরাজুল হকের ৩০ তম মৃত্যু বার্ষিকী পালিত । কালের খবর রায়পুরায় গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে মারধর ও শ্বাসরুদ্ধে হত্যা। কালের খবর মাটিরাঙায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম। কালের খবর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নতি হলেও সেবা মিলছে ৫০ শয্যার। কালের খবর জামি’আ রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে সুবর্ণ গ্রামে শিক্ষা সফরে শিক্ষার্থীরা। কালের খবর বছরে অবৈধ সংযোগে ‘১৮০০ কোটি’ টাকার তিতাস গ্যাস চুরি। কালের খবর ২রা নভেম্বর’২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কুয়েসা) এর নির্বাচন। কালের খবর ঢাকা-৫ আসন এলাকায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, দখলবাজদের স্থান নেই : নবীউল্লাহ নবী। কালের খবর খাগড়াছড়িতে যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর
ফেনী-৩ থেকে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সাবের হোসেন চৌধুরী ভাই সাঈদ হোসেন চৌধুরী। কালের খবর

ফেনী-৩ থেকে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সাবের হোসেন চৌধুরী ভাই সাঈদ হোসেন চৌধুরী। কালের খবর

ফেনী প্রতিনিধি:কালের খবর :

সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ফেনী-৩ আসনের প্রার্থী নিয়ে তুলপাড় চলছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির মনোনয়ন লাভের জন্য আবেদনের ফরম সংগ্রহ নিয়েই চলছে নানামুখী আলোচনা।

জানা গেছে, ওয়ান ইলেভেনের অন্যতম কুশীলব হিসেবে আলোচিত লেটটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগ থেকে এবং পরে জাতীয় পার্টি থেকে মনোনায়ন লাভের জন্য আবেদন ফরম সংগ্রহ করে চমক সৃষ্টি করেছেন।
অন্যদিকে ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপি থেকে। ব্যক্তিগত জীবনে সাঈদ চৌধুরী আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই। এ খবর প্রকাশের পর আলোড়ন তৈরি হয়েছে ফেনীতে।
জানা গেছে, জেনারেল মাসুদ নৌকায় ঠাই পাননি। তাকে জানানো হয়, মনোনায়ন নিলেও তাকে নৌকা দেওয়া হবে না। তবে মহাজোটে আপত্তি নেই আওয়ামী লীগের। এই খবর পেয়েই মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টিতে যোগ দেন। হয়ে যান সাবেক রাষ্ট্রপতির সামরিক উপদেষ্টা।

একই সাথে প্রেসিডিয়াম সদস্য। ধারনা করা হচ্ছে, তাকে ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থী করা হবে। ইতিমধ্যে মহাজোট আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। তাই এই আসনে মহাজোটের পক্ষ থেকে লে. জেনারেল (অব.) মাসুদ চৌধুরী নির্বাচনী লড়াই করামোটামুটি নিশ্চিত। এদিকে এই খবর সর্বত্র ছড়িয়ে পড়বার আগেই প্রচার হয় সাঈদ হোসেন চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপি থেকে। সাঈদ হোসেন চৌধুরী আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই। ফেনী শহর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল জানান, সাঈদ হোসেন চৌধুরী এ মুহূর্তে বিদেশ আছেন। তিনি বিএনপি থেকে নির্বাচন করছেন এমনটি তিনি জানেন না। কেন্দ্রীয় বিএনপি সূত্র জানায় সাঈদ চৌধুরী ফেনী-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দল তাকে সবুজ সংকেত দিয়েছে। ফেনী-১ আসনে আবদুল আউয়াল মিন্টু আর ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভিপি জয়নাল। শক্ত প্রার্থী ফেনীতে রাখতে চায় বিএনপি। তাই, একজন ব্যবসায়ীকে তারা বেছে নিচ্ছেন -৩ আসনে। ফেনীতে হারিয়ে যাওয়া আসুনগুলো উদ্ধার করতে চায় বিএনপি। বর্তমানে এই আসনগুলোতে আওয়ামী লীগের একক আধিপত্য।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com