শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক :
অসুস্থ হয়ে পড়ায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন রাজশাহীর জনসভায় যাচ্ছেন না। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি আদায় ও জনমত গঠনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রাজশাহীর আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত হয়েছে সমাবশে।
ঢাকাটাইমসকে মন্টু বলেন, ‘ড. কামাল হোসেন রাজশাহীর উদ্দেশে আমাদের সঙ্গে বিমানে ওঠার কথা থাকলেও তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে রাজশাহীর আজকের জনসভায় যোগ দিতে পারছেন না তিনি।’
ড. কামাল গত রাতে জ্বরে আক্রান্ত হয়েছেন জানিয়ে মন্টু বলেন, ‘তিনি (কামাল) রাজশাহী যেতে না পারলেও ঐক্যফ্রন্টের জনসভার সাফল্য কামনা করেছেন।’
জাতীয় ঐক্যফ্রন্ট তাদের এই ধারাবাহিক কর্মসূচিতে এর আগে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় জনসভা করে। সব কটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন। আজকের জনভায়ও তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল।