সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
রূপগঞ্জের উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগমে জনসভাটি জনসমুদ্রে রুপান্তরিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ শাজাহান ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান প্রতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভূইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা ও তরুণ শিল্পপতি আলহাজ্ব রফিকুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূইয়া, আব্দুল আজিজ, মেজর (অব.) মসিউর রহমান বাবুল, ব্যারিষ্টার খান মোহাম্মদ শামীম আজিজ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী ডা. খালেদা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জাব্বার খান পিনু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি হাফিজুর রহমান সজিব, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, আবু হোসেন ভূইয়া রানু, আওয়ামী লীগ নেতা খান মাহবুব, আলীমুদ্দিন, আব্দুল জাব্বার, উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, কামাল হোসেন প্রমুখ। রফিকুল ইসলাম বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যেমন আওয়ামী লীগকে শেষ করার প্রচেষ্টা করা হয়েছিল। একই কায়দায় এমপি গাজী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৭শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জকে আওয়ামী লীগ শূন্য করার চেষ্টা করছেন।
জন্মসূত্রে রূপগঞ্জের সন্তানকে মনোনয়ন দেয়ার দাবি জানান তিনি।