শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। কালের খবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। কালের খবর জিগীষা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু। কালের খবর জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তিতে রোগীরা বিএনপি নেতা বাবর১৭ বছর পর কারামুক্ত। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর গুমতি‌ বিকে উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব২০২৫ এসো‌‌ দেশ বদলাই,পৃথিবী বদলাই। কালের খবর মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর
ঐক্যফ্রন্টের জনসভায় নেতাকর্মীদের ঢল। কালের খবর

ঐক্যফ্রন্টের জনসভায় নেতাকর্মীদের ঢল। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জনসভা করছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টায় এই জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে এর মধ্যেই সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

জনসভা উপলক্ষে সকাল থেকেই সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়া এবং তারেক রহমানের প্ল্যাকার্ড সম্বলিত বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন তারা।

আজকের জনসভা থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দেবেন জোটের নেতারা।

জনসভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে গতকাল জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি বলেছেন,আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগ্রাম সেই কর্মসূচি আজ জনসভা থেকে ঘোষণা করা হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে সাত দফা দাবি দেওয়া হয়েছে সেই দাবির পক্ষে আজ আবারও জোরালো দাবি জানানো হবে।

নির্বাচনের আগে ঢাকার এই জনসভায় বিপুল সংখ্যক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জসহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীদের জনসভায় যোগ দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে শুরু হওয়া এই জনসভা শেষ হবে সন্ধ্যা ৬টার আগেই।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। প্রথমবারের মতো মঞ্চে উঠবেন কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com