সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক :
আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষ অতীতেও বাকশাল প্রত্যাখ্যান করেছে।
দেশের মানুষের রক্তে গণতন্ত্র বহমান। তাই বাকশাল মানুষ মেনে নিতে পারে না।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভায় একথা বলেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, আজকের বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। এদেশের গণতন্ত্র ধ্বংস করা দেওয়া হয়েছে। এভাবে চলতে দেওয়া হবে না।
তিনি বলেন, সরকারকে সাত দফা দাবি দিয়েছি, জোর করে কোনো নির্বাচন করা যাবে না। তারা যদি মনে করে, ডিসি এসপি দিয়ে আবার ১৪ সাল মার্কা নির্বাচন করবেন, এটা আর বাংলার মাটিতে হবে না।
ভবিষ্যতে জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে বলেও বক্তব্যে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।