শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‌‌সম্প্রীতি সমাবেশ। কালের খবর সড়ক ও জনপদের ৩য় শ্রেণির কর্মকর্তার সম্পদের পাহাড়। কালের খবর  পেশাদার সাংবাদিকদের সবরকম সুরক্ষা দিতে কাজ করছে অর্ন্তবর্তীকালীন সরকার : এম আব্দুল্লাহ। কালের খবর সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন। কালের খবর ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে : ইউএনও মনজুর আলম। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর ‘দেশ স্বাধীনের পর তৈরি সংবিধানে কোনো জাতির পিতা ছিল না’ : আদালতকে অ্যাটর্নি জেনারেল। কালের খবর দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!। কালের খবর ওলামাদের মধ্যে রুহানী ঐক্য প্রয়োজন : জামায়াত আমির। কালের খবর আ.লীগ নেতা সুমন খান গ্রেফতার। কালের খবর
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি এদের নির্মূলে আপনাদের সহযোগীতা প্রয়োজন : এসপি নারায়ণগঞ্জ। কালের খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি এদের নির্মূলে আপনাদের সহযোগীতা প্রয়োজন : এসপি নারায়ণগঞ্জ। কালের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি,কালের খবর :
মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশং সমাবেশ নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে সদর ও ফতুল্লা থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অনিসুর রহমান (বিপিএম, পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের, কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, সাধারন সম্পাদক খালেদ হায়দার খান কাজল, মহানগর সভাপতি সোলায়মান, শাহ নিজাম ও মীর সোহেল আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের ছবিসহ তালিকা প্রস্তুত করা হয়েছে। পোস্টার আকারে ছাপানো হয়েছে। আপনাদের সবার হাতে দেয়া হবে। এদের নির্মূলে আপনাদের সহযোগীতা প্রয়োজন। প্রতিটি মানুষ একত্রিত হয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে পুলিশকে সহযোগীতা করতে হবে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস তরুন সমাজকে ধংস করে দিচ্ছে। তারা প্রথমে নিজের বাড়িতে চুরি করে। পরে রাস্তায় ছিনতাই করে। এক সময় সমাজের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাই পাড়ায় মহল্লায় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে। যদি কোন পুলিশ সদস্য মাদক ব্যবসায়ের সাথে জড়িত হয় তবে তাদেরকেও ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। আপনাদেরকে নীতি ও আদর্শের সাথে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নারায়ণগঞ্জে কোন ডাকাত, ছিনতাইকারি ইভটিজার, নারী নির্যাতনকারি থাকবে না।
১০ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়ে মোট ১৬ জন মাদক ব্যবসায়ীর ছবি ছাপা হয়েছে। এদের মধ্যে ৯ জনের জন্য ১০ হাজার টাকা ও বাকি ৭ জনের জন্য ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরা সকলেই ফতুল্লা থানা এলাকার মাদক ব্যবসায়ী। তারা হলেন, দাপা মসজিদের মৃত মতলব কাজীর ছেলে রিপন কাজী, মাসদাইর রফিকুল ইসলমের ছেলে নাদিম (৩০), দাপা ইদ্রাকপুর হাবিবুর রহমানের ছেলে মন্টু মিয়া (৪২), দাপা ইদ্রাকপুর শাহ আলমের স্ত্রী পারভীন ওরফে নাইট পারভীন, মাসদাইর মজিবরের ছেলে হিটলার (৪৮), রামনগর মৃত ছাবেদ আলীর ছেলে রহিম বাদশা (৪৮), দাপা খোচপাড়া মৃত ফজলুল হকের ছেলে টিকি মরা লিটন (৪৫), মাসদাইর গুদারাঘাট গোলাম মোস্তফা রনির স্ত্রী পারুল ওরফে পারুলী, দাপা ইদ্রাকপুর পাইলট স্কুল সাইফুল ইসলামের ছেলে লিটন ওরফে সাইকেল লিটন (৪৮), দাপা ইদ্রাকপুর আ. রশিদ মিস্ত্রির ছেলে মানিক রতন, মাসদাইর ফজলুল হকের ছেলে হান্ড্রেড নাসির, ফাজিলপুর শামসুল হকের ছেলে সানি, দাপা মসজিদ মৃত মতলব কাজীর ছেলে সেন্টু কাজী (৩৪), দাপা মসজিদ আলীনুর বেপারীর ছেলে উজ্জল, দাপা ইদ্রাকপুর বেপারী পাড়া মৃত সেকান্দারের ছেলে লতিফ (৩৪), দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী মৃত সামসুল হকের ছেলে লিপু ওরফে ডাকাত লিপু (৩২)।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com