বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, কালের খবর :
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর উদ্যোগে ‘বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট’-এর পৃষ্ঠপোষকতায় ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরদপুর-চরভদ্রাসন) চার হাজার রোগীকে ফ্রি-চিকিৎসা সেবার কার্যক্রম শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গতকাল ও আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা সেবা চলবে।
গতকাল সকালে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন কাজী জাফরউল্লাহ। উপমহাদেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞ কাজী দীন মোহাম্মদ-এর নেতৃত্বে ঢাকা থেকে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক গতকাল সকাল থেকেই চিকিৎসা শুরু করেছেন। তাদের সহযোগিতা করার জন্য ফরিদপুর জেলা শহর থেকে ১০ জন চিকিৎসক এসেছেন। কাজী জাফরউল্লাহর প্রেসসচিব ফাইজুল্লাহ আশিক জানান, ফ্রি-মেডিকেল সেবার আওতায় ৪ হাজার রোগী নাম রেজিস্ট্রেশন করেছেন।