রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ এনে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। তিনি মানবজমিনকে বলেন, এস কে সিনহার বিরুদ্ধে দায়ের করা মামলার নম্বর ৪৯।