সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ সময় বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল যদি চায়, তাহলে আমরা তাদের প্রতিনিধি নিয়ে আমরা নির্বাচনকালীন সরকার গঠন করতে পারি। তারা ক্ষমতাসীন অথবা বিরোধী দল কিনা সেটা বিবেচ্য বিষয় নয়। নির্বাচনকালীন সরকার সম্পর্কে এখানে কোনো সংজ্ঞা নেই।
প্রধানমন্ত্রীন আরো বলেন, আমরা বিরোধী দলীয় নেত্রীর (রওশন এরশাদ) সঙ্গে ইতোমধ্যে কথা বলেছি। তারা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে শেখ হাসিনার অংশগ্রহণ সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।