বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর :
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার ভোলাচং ঋশি বাড়ী থেকে ৬৫ লিটার সোলাই মদ সহ গ্রেপ্তার করেছেন পুলিশ
নবীনগর থানায় কর্মরত এসআই/মোজাম্মেল হোসেন, এসআই/মোঃ বেলাল হোসেন সংগীয় ফোর্সসহ ২২/০৯/১৮ ইং তারিখ রাত্র ০২:০০ ঘটিকার সময় ভোলাচং ঋষি পাড়ায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে আসামী ১। সঞ্জিবন ঋষি (২৮) পিতা-মৃত নিরমোহন ঋষি, ২। তারাপদ ঋষি (৫০) পিতা-মৃত শচীন্দ্র ঋষি, ৩। দুলাল ঋষি (৪৬), ৪। মেঘা ঋষি (৩৯) উভয় পিতা-ধীরেন্দ্র ঋষি, ৫। বিভিষন ঋষি (২৫) পিতা-কৃসুম ঋষি, সর্ব গ্রাম-ভোলাচং ঋষি পাড়া, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ১ নং আসামীর বসত ঘর হতে ৬৫ লিটার চোলাই মদসহ হাতে নাতে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।