বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
রাজধানীর মিরপুরে বাস চাপায় নিহত হয়েছেন রূপনগর থানার এসআই উত্তম কুমার সরকার। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ আলী থানার ডিউটি অফিসার শিউলি আক্তার জানান, বিকালে মিরপুর রাইনখোলা এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হন এসআই উত্তম। সঙ্গে সঙ্গে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উত্তম কুমার সরকার রূপনগর থানার এসআই হিসেকে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য উত্তম কুমারের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।