রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম মনি আক্তার।
মনি আক্তার সিদ্ধিরগঞ্জ ইপিজেটের ফ্যাশন সিটি গার্মেন্টে কাজ করতেন। নিহতের স্বামী রিপন মিয়া সিএনজি চালাতেন। শুক্রবার রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মনি আক্তার সিদ্ধিরগঞ্জ ইপিজেটে ফ্যাশন সিটি গার্মেন্ট নামের একটি পোশাক করাখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। বাসায় কোনো পরিচয়পত্র ও ছবি নেই। ধারনা করছি, পারিবারিক সকল পরিচয়পত্র ও ঘরের ছবি নিয়ে পালিয়ে গেছে স্বামী।
পারিবারিক কোন কারণে দ্বন্দ্বেই হয়তো হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ হত্যার পেছনে অন্য কিছু আছে কিনা স্বামীকে আটকের পর জানা যাবে।