সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক : দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের নেতাকর্মীদের মুক্তি, ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং হয়রানির বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন। শুক্রবার সকাল ৮টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শ্যামলীর দিকে এগিয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা দ্রুত মিছিলটি শেষ করে।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।