বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
কালের খবর : ‘বিএনপির নেতাকর্মীরা তো ভাতই খেতে পায় না। তারা মাদক সেবন করবে কিভাবে? তাদের ব্যবসা-বাণিজ্য সব শেষ হয়ে গেছে। অথচ মাদকের সব অভিযোগ তাদের বিরুদ্ধে দিয়ে নেতাকর্মীদের সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সরকার। যারা মাদক গডফাদার তারা সরকারের পৃষ্ঠপোষক।’
মঙ্গলবার সন্ধ্যায় নয়া পল্টনে ভাসানী ভবনে মহিলা দল (উত্তর) আয়োজিত ইফতার ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঈন খান বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্রের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, যারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারাই আজ মাদকাসক্তির ধোয়া তুলছে। মাদক নিয়ন্ত্রণের নামে বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করে সারাদেশে আতঙ্ক সৃষ্টি করছে।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।