বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কটিয়াদীর করগাঁও ইউনিয়নে এম পি নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর তিতাসের আ.লীগ নেতার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন। কালের খবর কিশোরগঞ্জের দানাপাটুলী ইউনিয়নে জন অংশগ্রহণ মূলক বাজেট সভা অনুষ্ঠিত। কালের খবর সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক। কালের খবর বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভা অনুষ্ঠিত। কালের খবর সুন্দরগঞ্জে মীরগঞ্জ শাখার জনতা ব্যাংক অন্যত্র সরিয়ে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে দোকান মালিক,গ্রাহকদের মানববন্ধন। কালের খবর মিশনে যাওয়া হলনা সেনা সদস্য সাইফুর রহমানের। কালের খবর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,কিশোরগঞ্জে সেই বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা। কালের খবর ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা তাড়াশে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবদুস সালাম বি.এস.সি। কালের খবর
বড় বড় মাদক কারবারীরা সব সরকারের সময় গড়া সুবিধাভোগী কিছু লোক’ : সাবেক আইজিপি নুরুল আনোয়ার । কালের খবর

বড় বড় মাদক কারবারীরা সব সরকারের সময় গড়া সুবিধাভোগী কিছু লোক’ : সাবেক আইজিপি নুরুল আনোয়ার । কালের খবর

ফারুক শাহজী  : বড় বড় মাদক কারবারিরা সব সরকারের সময় গড়া সুবিধাভোগী কিছু লোক। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে চলমান মাদকবিরোধী অভিযানের প্রকৃত সুফল পাওয়া যাবে না বলে মনে করেন সাবেক আইজিপি ও নিরাপত্তা বিশ্লেষক নুরুল আনোয়ার। কালের খবরের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাদক ব্যবসায় কারা জড়িত, কে আমদানি করে, টাকা নিয়ন্ত্রণ করে কে? এরা আসলে সাধারণ লোক নয়। বড় বড় মাদক কারবারিরা সব সরকারের সময় গড়া সবসময় ক্ষমতাভোগী, সুবিধাভোগী আশেপাশের কিছু লোক। এদের উপরে যদি চাপ না পড়ে, অভিযানের সাময়িক সুফল এখন পেলেও ছয় মাস পরে পরিণতি কি হবে? একই থাকবে, কাজের কাজ কিছুই হবে না। তিনি আরও বলেন, মাঝখান থেকে কিছু লোক মারা গেল। যারা মারা গেল তারা কোন পর্যায়ের মাদক ব্যবসায়ী? এরা নিম্ন অথবা মধ্যমপর্যায়ের মাদক ব্যবসায়ী। মাদক যারা ব্যবসা করে বা আমদানি করে তাদের কাছ থেকে কিনে এরা বিক্রি করে। এটাকেও আমরা সমর্থন করি না।

এক প্রশ্নের জবাবে নুরুল আনোয়ার বলেন, মাদকাসক্তি একদিনেই এ পর্যায়ে আসেনি, দীর্ঘদিনে সমাজে মাদকের এ ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এখন যারা মাদক নির্মূলে অভিযান পরিচালনা করছেন, এতদিন তারা কোথায় ছিলেন? যখন থেকে মাদকের এই ভয়াবহতা সম্পর্কে জেনেছেন তখনই যদি এর ধরনের অভিযান পরিচালনা করা হতো তাহলে তো পরিস্থিতি আজকের এ পর্যায়ে আসতে পারত না। মাদক প্রতিরোধ ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করা উচিত ছিল।

তিনি বলেন, যেকোনো অপরাধী দমনের জন্য আইন আছে, আছে থানা। পুলিশ ও আদালতও রয়েছে। ট্রাইব্যুনাল আছে, দেশেবাসী ট্যাক্সের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করে। রক্ষণাবেক্ষণ করে থাকে। যে কথাটি এখন বেশ আলোচনা হচ্ছে, ক্রসফায়ার পদ্ধতিতে কি মাদক নির্মূল সম্ভব? এ পদ্ধতিতে মাদক নির্মূল করা কঠিন। এই পদ্ধতি সঠিক বা আইনানুগ কিনা না? আইনে এ ধরনের কোনো সুযোগ নেই। অপরাধী যে অপরাধই করুক না কেন, ক্রসফায়ার বা ‘বন্দুকযুদ্ধে’ কাউকে মারার কোনো সুযোগ নেই, এটা আইনের সঙ্গে সংগতিপপূর্ণ নয়।
তিনি আরও বলেন, এই অভিযানের ফলে মাদকের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশে এখন একটা প্রবল চাপ তৈরি হয়েছে, এর আগে যা হয়নি। মাদকবিরোধী এই অভিযানের সফলতার ব্যাপারে আমি আশাবাদী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন.।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com