বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
কক্সবাজার প্রতিনিধি, কালের খবর : কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন পৌর কাউন্সিলর নিহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার নোয়াখালীপাড়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’ নিহত মো. একরামুল হক (৪৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৭ এর এক এসএমএসে বলা হয়েছে, গভীর রাতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পর ঘটনাস্থলে একরামুলের মৃতদহে পাওয়া যায়।
টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম ‘ইয়াবার শীর্ষ গডফাদার’। তার বিরুদ্ধে মাদকের অনেক মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, ছয় রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।