মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক : বরিশাল-২ আসনের সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে এক ব্যক্তি এখন শ্রীঘরে। তার নাম বাবুল সর্দার চাখারী (৫৩)। তার বাড়ি বরিশালের বানারীপাড়ায়। বুধবার সকালে খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়্যারম্যানের কক্ষে নিজেকে এমপি পরিচয় দিয়ে পল্লী বিদ্যুতের একটি সুপারিশ করতে গিয়ে ধরা পড়েন তিনি। এ ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক শাহ আলম বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি প্রতারণার মামলা করেছেন। পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাস জানান, সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মাইনুদ্দিনের কক্ষে গিয়ে বাবুল সর্দার নিজেকে সংসদ সদস্য পরিচয় দেন। এসময় চেয়ারম্যানের সন্দেহ হলে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিষয়টি ধরা পড়ার পর তিনি পুলিশের কাছে বাবুল সর্দারকে সোপর্দ করেন। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের হয়েছে।
.…….দৈনিক কালের খবর