বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক :
নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামে চলা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। রবিবার সকালে তিনি প্রতাপপুর গিয়ে কাজ বন্ধ করে দেন।
জেলা পরিষদ সূত্র জানায়, প্রতাপপুরে দুই লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার রাস্তার সোলিংয়ের কার্যাদেশ পান চুয়াডাঙ্গার বর্ষা এন্টারপ্রাইজের মালিক বজলুর রহমান। তিনি কাজটি মোর্তুজা হোসেন নামের এক ঠিকাদারের কাছে বিক্রি করেন। কাজে নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে—অভিযোগ পেয়ে জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল গতকাল সকালে ঘটনাস্থলে যান। অমল বলেন, ওই ইট এত নিম্নমানের যে একে ২ কিংবা ৩ নম্বর হিসেবেও চিহ্নিত করা যাবে না। এ জন্য কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে ঠিকাদার মোর্তুজা হোসেনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমরাও কাজ বন্ধ রাখতে বলেছি। ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে ১ নম্বর ইট দিয়ে কাজ করতে বলা হয়েছে। ’
..……….দৈনিক কালের খবর