বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
বিজ্ঞানমনস্ক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা
ছবি স্লাইড, বিজ্ঞান প্রযুক্তি, সকল শিরোনাম,
–কালের খবর, ডেমরা : বিজ্ঞানমনস্ক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বিজ্ঞান চর্চায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে ডেমরা ও রূপগঞ্জসহ পূর্বাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে শনিবার বিকালে কলেজ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলেজটির অধ্যক্ষ মো. ইউনুস মোল্লার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, বাওয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরপ্রসাদ দাস, এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন সিকদার ও গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ স্যার।
কর্মশালায় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ইউনুস মোল্লা বলেন, মানব কল্যাণে বিজ্ঞানের অগ্রযাত্রা বিশ্বস্বীকৃত। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, গবেষনা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার দুনিয়াকে করেছে গতিময় ও সর্বাধুনিক। বিজ্ঞানের অগ্রযাত্রায় ধান গবেষণা, পাট গবেষণা, মৎস বিজ্ঞানের প্রজনন গবেষণা, কৃষি গবেষণা, শাক-সবজি, ফলমূল, পোল্ট্রিসহ নানাবিধ গবেষণার সুফল আজ বাংলাদেশ ভোগ করছে এবং স্বাবলম্ভী হচ্ছে দেশ। যারা আজ বিজ্ঞানী তারাও ছাত্র ছিলেন। শিক্ষকরাই তাদের গড়ে তুলেছেন। তাছাড়া দেশ-বিদেশে বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণ আজ উল্লেখ করার মত। তাই বিজ্ঞানের অগ্রযাত্রার লক্ষ্যে সম্প্রতি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ বিজ্ঞান শিক্ষার দ্বার উন্মোচন করতে চলেছে।
সভায় বক্তারা বলেন, এ দেশের বিজ্ঞান শিক্ষকদের ইতিবাচক ভূমিকার জন্যই বিজ্ঞান শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বেড়েছে। বিজ্ঞানমনস্ক আধুনিক সমাজ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকাই অগ্রগণ্য। তবে বর্তমানে সমাজের সকল স্তরে শিক্ষকরাই আজ উপেক্ষিত।
.…….দৈনিক কালের খবর, ডেমরা ,