মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
মোঃ কবির হোসেন, নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে জমিতে ঘাস কাটার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সকালে দুই গ্রামবাসির সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুত্বর আহত বারেক মিয়া (৬০), শরীফ (৩২), জিলানী (৪৫), রহমত আলী (৫০), একরাম হোসেন (২২), আরিফ মিয়া (১২) ও শাহানা বেগম (৪০) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার সকালে ফতেহপুর গ্রামের বারেক মিয়ার জমি থেকে লাপাং গ্রামের রিপন মিয়া ঘাস কেটে নিয়ে যায়। এই নিয়ে বারেক মিয়ার সাথে রিপন মিয়া কথাকাটাকাটি হয় এরই জের ধরে দেশির অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামবাসি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওসি (তদন্ত) রাজু আহম্মেদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
দৈনিক কালের খবর /১৭/৪/১৮